সব কিছু ভুলে যান, জেনে নিন স্মৃতিশক্তি বৃদ্ধির ছোট্ট এই আমলটি:



সব কিছু ভুলে যান, জেনে নিন স্মৃতিশক্তি বৃদ্ধির ছোট্ট এই আমলটি:  






জ্ঞানের ক্ষেত্রে স্মৃতিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কিছু মুখস্ত করতে গেলেই স্মৃতিশক্তির গুরুত্ব সুস্পষ্টভাবে ফুটে উঠে। আবার অনেক কিছু আমরা হুটহাট সবকিছু ভুলে যাই। এটি আমাদের দৈনন্দিন জীবনে অন্যতম সমস্যা। 






ছোটোখাটোজিনিস ভুলে যাওয়ার সমস্যাকে যতোটা সহজ ভাবা হয় বিষয়টি কিন্তু ততোটা সহজ নয়। কারণ এর থেকেই সমস্যার শুরু হয়। আর তাই স্মৃতিশক্তির এই বিষয়টিতে সতর্ক থেকে দ্রুত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কাজ করাউচিত। আজ আমরা জানবো খুব সহজে স্মৃতিশক্তি বৃদ্ধির একটি আমল তুলে ধরব।






আমলটি হলো- যার স্মৃতিশক্তি দুর্বল তিনি নিজে অথবা তার পিতা-মাতা প্রতিদিন প্রত্যেক নামাজের পর সূরা আলাম নাশরাহ পড়ে তার বুকে ফুঁ দিবে। সূরা পাঠ করার শুরু ও শেষে একবার করে দরূদ শরিফ পড়বে। যদি শিক্ষার্থী সমঝদার হয়, তবে প্রতিবার পড়তে বসার সময়, প্রত্যেক ক্লাসের শুরুতে, শিক্ষার প্রতিটি আসরের শুরুতে আগে-পরে দরূদ শরিফসহ এ সূরা পড়ে নিজের বুকে ফুঁ দিবে। যে নিয়মিত এ আমল করবে, আল্লাহর রহমতে তার স্মৃতিশক্তি বাড়বে।






বেশিবে করে পাঠ করুন- ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বা’র জড়তা (বচনের ত্র“টি) দূর করে দাও। যাতে তারা আমার বলা কথা বুঝতে পারে’। [সূরা ত্ব-হা: ২৫-২৮]  






আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও’। (সূরা ত্ব-হা: ১১৪) পড়তে পারেন। আল্লাহ্ তা’আলা আমাদের সবার স্মৃতিশক্তি বাড়িয়ে দিন। আমীন 








✓বি:দ্র: যে কোন কাজ করার পূর্বে ভালো গুরুর অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তবে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 


+88 01980482475




এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭বার মন্ত্র পাঠ করে বশিকরন করার মন্ত্র - meye boshikoron

নাম/ছবি দিয়ে নারী বশীকরণ

আম্বাসা জুফলি হাফস, খুতারী উমান আদামী চুঠা, নিসমি আ~ চিমঠা চিমঠা সুয়া বূদা।