একমাত্র যাদুবিদ্যা দিয়ে পৃথিবীর মধ্যে সব কিছু করা যায়।



যাদু বিদ্যা








যাদুবিদ্যা আর যাদুকর এই দুইয়ের প্রতিই মানুষের আগ্রহ

সীমহীন সেই মানব সভ্যতার শুরু থেকেই। পৃথিবীর মানুষের

লোকসংস্কারের এটা বড় অংশই হলো যাদুবিদ্যা।

যাদুবিদ্যা মূলত: অতিন্দ্রিয় আর প্রাকৃতিক শক্তিকে বশ

করার বিদ্যা! ইংরেজি ম্যাজিক শব্দের উদ্ভব

হয়েছে ফার্সি মাজি থেকে! মাজিরা যে সব ক্রিয়া-কর্ম

পালন করতো, গ্রীকরা তাকেই ম্যাজিক বলে অভিহিত করত।

 এই যাদু বিধান সর্বকালে সব দেশে শত্রুর ধ্বংসের

উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এখানে শত্রুর

প্রতিমূর্তি (মোম, মাটি, কাঠ, কাপড়),

বা ছবি ইত্যাদি তৈরি করার করে পুড়িয়ে,

বা ছুড়ি দিয়ে কেটে ধ্বংস করা হয়! ধারণা এই যে,

মূর্তিটা যে যন্ত্রনা পাচ্ছে, শত্রুও তেমন

যন্ত্রনা বা আঘাত পাচ্ছে। এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে!

তবে এই যাদু আবার অনেক সময় মানুষে উপকার বা ভালর জন্যেও

ব্যাবহার করা হয়।



যে কোন ধরনের বানের জন্য যোগাযোগ করতে পারেন।
বি:দ্র:
যে কোন কাজ করার পূর্বে ভালো গুরুর অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন,
অন্যথায় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তবে বিস্তারিত জানার জন্য
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 
+88 01980482475 
Akashguru2475@gmail.com